Bharat Bandh: ধর্মঘট রুখতে পথে শাসক, তুফানগঞ্জে পেটানোর হুমকি, ধূপগুড়িতে দাদাগিরি
ABP Ananda LIVE: মোদি সরকারের শ্রম নীতির প্রতিবাদে, সিপিএম-কংগ্রেস-সহ দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে, কলকাতা থেকে জেলায় বাধল তুমুল খণ্ডযুদ্ধ। ধর্মঘটীদের অভিযোগ, তাদের আটকাতে পুলিশকে যতটা তৎপর হতে দেখা গেছে, তৃণমূলের দাদাগিরি দেখেও পুলিশ ঠিক ততটাই নীরব ছিল। কোচবিহারের তুফানগঞ্জে পুলিশের সামনেই ধর্মঘটীদের উদ্দেশে এক তৃণমূল নেতা হুঁশিয়ারি দেন--- "সিপিএমের হার্মাদদের সব ধোলাই হবে, পেটাই হবে। ধোলাই হবে, পেটাই হবে।" ধূপগুড়ি থেকে নকশালবাড়িতেও ধর্মঘট রুখতে, এভাবেই তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে! বীরভূমের কীর্ণাহারে ধর্মঘটের সমর্থনে বামেদের প্রচারে বাধা দেয় তৃণমূল। পুলিশের সামনেই সিপিএম কর্মীদের কিল-ঘুসি মারা হয়। এই প্রেক্ষাপটে অধীর চৌধুরী বলেছেন, "তৃণমূল দালালি করছে বিজেপির। তাই, বন্ধ ভাঙতে চাইছে।" যদিও, এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল।


















