Bhawanipur News: জমা জলে 'বিদ্যুৎস্পৃষ্ট' হয়ে ভবানীপুরে যুবকের মৃত্যু | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জমা জলে 'বিদ্যুৎস্পৃষ্ট' হয়ে ভবানীপুরে যুবকের মৃত্যু । ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে যুবকের মৃত্যু । দোকানের পাশে পাঁচিলে হাত দিতেই ব্যবসায়ীর মৃত্যু । বিদ্যুৎস্পৃষ্ট হয়েই সৌরভ গুপ্ত নামে যুবকের মৃত্যু, দাবি স্থানীয়দের । এব্যাপারে এখনও পর্যন্ত পুরসভা কিংবা CESC-র প্রতিক্রিয়া মেলেনি
আরও খবর..
ঘূর্ণিঝড় দানার প্রভাবে সকাল থেকে দফায় দফায় প্রবল বৃষ্টি। এর জেরে জলমগ্ন হাওড়া শহরের বড় অংশ। হাওড়া শহরের কমপক্ষে ১৫ টি ওয়ার্ডে জল দাঁড়িয়ে যায়। কোথাও গোড়ালি সমান আবার কোথাও হাঁটু সমান জল জমে যায়। সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, হাওড়া ময়দান এবং দাসনগর চত্বরের মূল রাস্তাগুলিতে জল দাঁড়িয়ে যায়। এর ফলে নাকাল হন পথচারীরা। আগাম ঝড় ও বৃষ্টির পূর্বাভাসের কারণে বিপর্যয় মোকাবিলায় হাওড়া পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়। বিভিন্ন এলাকার বাসিন্দারা কন্ট্রোল রুমে ফোন করে জল জমার কথা জানাচ্ছেন। হাওড়া পুরসভা থেকে বলা হয়েছে তিনটে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প ছাড়াও বিভিন্ন পাম্প হাউজের ৭০টি পাম্প চালানো হবে যাতে জল দ্রুত নেমে যায়। কর্তৃপক্ষের আশ্বাস গঙ্গার জলস্তর কমলে অতিরিক্ত পাম্পের সাহায্যে জমা জল নামিয়ে দেওয়া হবে।
যে মেডিক্যালের ছাত্রী নির্যাতিতা, সেখানেই কনভেনশনের অনুমতি বাতিল! বিচারের দাবিতে কনভেনশন, শেষমুহূর্তে অডিটোরিয়াম প্রত্যাখ্যান! দুর্যোগের কারণ দেখিয়ে অডিটোরিয়াম দিতে চাইল না কল্যাণী মেডিক্যাল।
কল্যাণী মেডিক্যালের রেসিডেন্ট ডক্টর্সের উদ্যোগে কনভেনশন। কলেজের অডিটোরিয়ামের অনুমতি দিয়েও শেষমুহূর্তে প্রত্যাখ্যান!'প্রাকৃতিক দুর্যোগের জন্য বিদ্যুতের সরঞ্জাম ব্যবহারে নিয়ন্ত্রণ। ঘূর্ণিঝড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কায় এসি, লাইট ব্যবহারে নিয়ন্ত্রণ। অনুমতি দিয়েও হল বাতিল নিয়ে আজব দাবি কল্যাণী মেডিক্যালের অধ্যক্ষের! মিলল না ক্যাম্পাসে অনুমতি, বাইরের অডিটোরিয়ামে কাল কনভেনশন। কল্যাণী মেডিক্যালেরই ছাত্রী ছিলেন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসক। বিচারের দাবিতে কাল আর জি কর মেডিক্যালেও জুনিয়র ডাক্তারদের গণকনভেশন।