Birbhum BJP Win: অনুব্রত মণ্ডলের জেলায় সমবায় ভোটে বিজেপির জয়জয়কার
ABP Ananda LIVE : অনুব্রত মণ্ডলের জেলায় সমবায় ভোটে বিজেপির জয়জয়কার। সবকটি আসনেই হার তৃণমূলের। কোর কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল দলেই। বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ইটাহাট কৃষি সমবায় সমিতির পরিচালন কমিটির ৯টি আসনে গতকাল নির্বাচন ছিল। সবকটি আসনেই লড়েছিলেন তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা। সিপিএম সমর্থিত প্রার্থীরা ৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পঞ্চায়েতের ১৮টি গ্রাম এই সমবায় সমিতির মধ্যে পড়ে। এর আগে এই সমবায় সমিতি ছিল তৃণমূলের দখলে। গত ১০ বছর কোনও নির্বাচন হয়নি। তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের দাবি, এটা রাম-বামের জোটের জয়। বিধানসভা ভোটে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কাজল শেখ। স্বচ্ছ নির্বাচন হলে বিজেপি জিতবে বলে ভোট করাতে দিচ্ছে না, অভিযোগ গেরুয়া শিবিরের। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


















