এক্সপ্লোর
Firhad Hakim : "দেউচা পাঁচামি নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে বিরোধীরা", সিউড়িতে গিয়ে অভিযোগ ফিরহাদের
"দেউচা পাঁচামি নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে বিরোধীরা। বিভিন্ন সময়ে দেউচা পাঁচামিকে নিয়ে চক্রান্ত ও অপপ্রচার করা হয়েছে। চক্রান্ত করে দেউচা পাঁচামির মানুষকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা বিরোধীদের। পাশের রাজ্য থেকে মাওবাদী এনে সন্ত্রাস তৈরির চেষ্টা হয়েছে।" বীরভূমের সিউড়িতে গিয়ে অভিযোগ ফিরহাদ হাকিমের।
আরও দেখুন






















