Anurbrata Mondal : আইসিকে কদর্যভাষায় হুমকি দিয়ে অবশেষে বিপাকে কেষ্ট !
ABP Ananda LIVE : এককথায় অশ্লীল। সম্প্রচারের অযোগ্য়। একেবারে কদর্য ভাষায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে হুমকি দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দু'জনের কথোপকথনের সেই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি অডিও ক্লিপে পুলিশ আধিকারিকের পরিবারের মহিলা সদস্যদের (মা ও স্ত্রী) প্রসঙ্গ তুলে যে ভাষা ব্যবহার করা হয়েছে তাতে ছিছি পড়ে গেছে। এই প্রেক্ষাপটে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। চাপের মুখে অনুব্রত মণ্ডলকে চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল। দলের নির্দেশের পর দায়সারা গোছের ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তাতেও বিতর্ক থামছে না।
গুরু 'পাপে' লঘু দণ্ড!
আগে অখিল গিরি, আর এবার অনুব্রত মণ্ডল। মহিলাদের নিয়ে কুরুচিকর, কদর্য কথার স্রোত বয়েই চলেছে। কিন্তু এদের কারও বিরুদ্ধেই কোনও কড়া পদক্ষেপ নেয়নি তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আপাতত ক্ষমা চাইতে বলেই থেমে থাকল দল। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, শুধুমাত্র মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েই অখিল গিরির ক্ষেত্রে যেমন সাতখুন মাফ হয়ে গেছিল, অনুব্রতর ক্ষেত্রেও কি ক্ষমাতেই কাজ হয়ে যাবে?
রাজ্যের দাবি মানল ডিভিসি
বঙ্গে সবে প্রবেশ করেছে বর্ষা। এখনও দক্ষিণবঙ্গে তেমনভাবে শুরু হয়নি ভারী বৃষ্টি। তার আগেই জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে দুবার বৈঠক সেরে ফেলেছে রাজ্য সরকার। বৃষ্টির মরশুমে বন্যা পরিস্থিতি এড়াতে, ডিভিসিকে একবারে ৫০ হাজার কিউসেকের বেশি জল না ছাড়ার অনুরোধ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই অনুরোধেই এবার মান্যতা দিল ডিভিসি।


















