WB Tab Scam: কীর্ণাহারে এবার নাম বিভ্রাটের জেরে ট্যাব কেলেঙ্কারি, ব্যাঙ্কে গিয়ে টাকা উদ্ধার
ABP Ananda Live: ট্যাবের টাকা ঢোকেনি, অভিযোগ ছিল কীর্ণাহার তারাপদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর। তদন্তে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে, ওই টাকা ঢুকছে একি নামের ২০২১-এর একাদশ শ্রেণীর স্কুল ছুট ছাত্রীর অ্যাকাউন্টে। সেই ছাত্রী বর্তমানে বিবাহিতা। তাঁর অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ গতকাল পুলিশ নিয়ে বাড়িতে আসে। ছাত্রীর বাবকে ব্যাঙ্কে নিযে গিয়ে টাকা উদ্ধার করে। এতে তাঁদের সম্মানহানি হয়েছে বলে দাবি করেছে স্কুলছুট ছাত্রীর পরিবারের।
লটারির মাধ্যমে কালো টাকা সাদা ? কলকাতায় মিলল টাকার পাহাড় ! লেক মার্কেটের আবাসনে ED-র ম্যারাথন অভিযান চলছে । ৩ কোটি টাকার হদিশ মিলেছে ! চেন্নাইয়ের মামলার সূত্র ধরে কলকাতায় ED-র ম্যারাথন অভিযান শুরু হয়। একযোগে কলকাতা-চেন্নাইয়ে ২০ জায়গায় তল্লাশি চলছে, প্রায় ৮ কোটি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে ! ধৃত লটারি কিংকে জেরা করে লেক মার্কেটে লটারির অফিসে অভিযান চালানো হয়। কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করার আশঙ্কায় অভিযান।
এখনও পর্যন্ত ৩ কোটি টাকা পাওয়া গিয়েছে বলে খবর। কিন্তু, তা গোনার কাজ এখনও চলছে। সেই কাজ শেষ হলে তখনই জানা যাবে মোট টাকার পরিমাণ। সংশ্লিষ্ট সংস্থার অফিসে বেশ কিছু নথি পাওযা গিয়েছে। ডিজিটাল প্রমাণও সংগ্রহ করছেন ইডি আধিকারিকরা।