Birbhum: বীরভূমের তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক, পাল্টা কটাক্ষ বিজেপির। Bangla News
'বিজেপি, সিপিএমের নেতারা ভাবছে, চড়াম চড়াম নকুলদানা দিয়ে মানুষের মন জয় করবে। অত সহজ নয়। বিরোধীরা এসে গাঁজার কেস, ডাকাতির কেস খান।' এবার অনুব্রতর গ্রেফতারি নিয়ে হুঁশিয়ারি নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরার। তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতার দাবিতে গতকাল নানুরের পথসভায় প্রাক্তন বিধায়কের পাশেই বসেছিলেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান। গরুপাচার মামলায় কেরিমের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। 'দল করতে গিয়ে আমাদের বিরুদ্ধেও কেস হয়েছে, ওই প্রসঙ্গেই ওই মন্তব্য', সাফাই প্রাক্তন বিধায়কের। এটাই তৃণমূলের সংস্কৃতি, পাল্টা কটাক্ষ বিজেপির।






















