Amit Shah: লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে এসে জোড়াসাঁকো গুরুদ্বারে ও কালীঘাট মন্দিরে অমিত শাহ
ABP Ananda LIVE: লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে এসে জোড়াসাঁকো (Jorasanko) এবং কালীঘাট (Kalighat) মন্দিরে অমিত শাহ। বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ -জে পি নাড্ডা! আজ দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি । লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? কীভাবে সাজানো হবে রণ-নীতি? সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে? প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে? বিজেপি সূত্রে দাবি, এমনই একাধিক বিষয় নিয়ে, বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। যেখানে মূলত থাকবেন, বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা কোর কমিটির সদস্য় ও পর্যবেক্ষকরা। মঙ্গলবারের বৈঠকের আগে । লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতবার যে আসনগুলোতে বিজেপি হেরেছে, সেগুলোর জন্য় নতুন স্ট্র্য়াটেজি নেওয়া হচ্ছে। ইতিমধ্য়ে ৪টে করে আসন পিছু একজন স্পেশাল অবজার্ভার নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বিজেপির সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। বিজেপি সূত্রে দাবি, কোন কোন কেন্দ্রগুলোতে বিজেপির জয়ের সম্ভাবনা আছে, কোথায় ভাল লড়াই দেওয়ার জন্য় তারা প্রস্তুত কোথায় সেই সম্ভাবনা কম, তার ভিত্তিতেই কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হচ্ছে।