BJP News: প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল, কল্যাণীতে বিজেপির CAA আবেদন সহায়তা কেন্দ্রে উত্তেজনা
ABP Ananda LIVE : কল্যাণীতে বিজেপির CAA আবেদন সহায়তা কেন্দ্রে উত্তেজনা। বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে, বাইক ভাঙচুর। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগ অস্বীকার বিধায়ক অম্বিকা রায়ের। রাত ১২ টায় CAA ক্যাম্প কোথায় খোলা থাকে?, প্রশ্ন বিধায়কের। CAA ক্যাম্পের নাম করে মদ, মাংস খাওয়া হচ্ছিল অভিযোগ বিধায়কের।
রাজ্যে ফের গ্রেফতার অনুপ্রবেশকারী, জালে ৫ বাংলাদেশি
রাজ্যে ফের গ্রেফতার অনুপ্রবেশকারী, জালে ৫ বাংলাদেশি। কোচবিহারের মেখলিগঞ্জে গ্রেফতার ৫ বাংলাদেশি। ভারতে অনুপ্রবেশের পর মেখলিগঞ্জে আশ্রয় নেয় ৫ বাংলাদেশি। মেখলিগঞ্জ থানার অভিযানে পাকড়াও। ধৃতরা বাংলাদেশের লালমণির হাটের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার ভারত ও বাংলাদেশের সিম। বিহারের পর পশ্চিমবঙ্গেও, এবার ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আর এই আবহেই রাজনৈতিক তরজার কেন্দ্রে রয়েছে অনুপ্রবেশ ইস্যু। অনুপ্রবেশ ঠেকানো নিয়ে এবার রাজ্য় প্রশাসনের কোর্টেই বল ঠেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! এমনকী, অনুপ্রবেশকারী ঠেকাতে পশ্চিমবঙ্গে সোজা সরকার পরিবর্তনেরও ডাক দিয়েছেন তিনি। অন্যদিকে, অনুপ্রবেশ ইস্যুতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল থেকে সিপিএম-কংগ্রেস-ও।


















