Cooch Behar: কোচবিহারে একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিজেপির | ABP Ananda live
ABP Ananda LIVE: ভোটের ফলাফল বের হতেই কোচবিহার জেলায় শুরু হয়েছে শিবির বদল। একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিজেপির। এদিন কোচবিহার উত্তর বিধানসভার ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের তিন বিজেপির সদস্য যোগ দিলেন তৃণমূলে। যার জেরে এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হল শাসকদল।
লোকসভা নির্বাচনে রাজ্যে ৩০টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সেই লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারেনি বিজেপি। সেই ফলাফল নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে বিজেপি-তে। দলের রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। সেই নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা স্বতন্ত্র ছিল না বলে যেমন মন্তব্য করলেন, তেমনই জানালেন, দলের সংগঠনের বিষয়ে তাঁর কোনও ভূমিকা নেই। (Suvendu Adhikari)