BJP :বেসরকারি কলেজে ভর্তির সুযোগ করে দিতেই সরকারি প্রতিষ্ঠানে বন্ধ ভর্তি, রাজ্যপালকে নালিশ শুভেন্দুর
ABP Ananda Live: বেসরকারি কলেজে ভর্তির সুযোগ করে দিতেই সরকারি প্রতিষ্ঠানে বন্ধ ভর্তি। রাজ্যপালকে নালিশ শুভেন্দুর। রেজাল্ট না বেরোলে বিকাশ ভবনে ধর্নার হুমকি।
ধোপে টিকল না সরকারের আপত্তি, অবশেষে যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদারের জামিন। ৩দিন পুলিশ হেফাজতের পর গবেষক ছাত্রের জামিন। বুধবার দিল্লিতে গ্রেফতার হন হিন্দোল। তার ৫দিন পরে গবেষক ছাত্রের জামিন হল অবশেষে। জামিনের বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন করা হয়েছিল সরকারের আইনজীবীর তরফে। এমনকী জামিনের বিরোধিতা করে হোয়াটসঅ্যাপ চ্যাটও কোর্টে পেশ করা হয় সরকারের তরফে। এরপর প্রশ্ন তোলেন বিচারক। তথ্য প্রযুক্তি আইনে মামলা নয় কেন? প্রশ্ন বিচারকের। জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে পাল্টা সওয়াল সরকারি আইনজীবীর। অন্যদিকে, তদন্তে আর কোনও অগ্রগতি নেই বলে সওয়াল করেন হিন্দোলের আইনজীবীও।

















