Suvendu Adhikari: 'আজ একটা ঐতিহাসিক রায় হয়েছে, OBC সংরক্ষণ নিয়ে' ,কটাক্ষ শুভেন্দুর
ABP Ananda Live: 'একটি সরকার ২০২৬-এ তৈরি করতে পারি। আজ একটা ঐতিহাসিক রায় হয়েছে, OBC সংরক্ষণ নিয়ে। ৭৬টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হিন্দু OBC-দের বঞ্চিত করে রিজার্ভেসন দিতে গিয়েছিল'। বললেন শুভেন্দু অধিকারী।
OBC মামলায় হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের । রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ। ১৪০টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি । রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ । বিভিন্ন বিষয়ে রাজ্যের ৪-৫টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য' । রাজ্যের বিজ্ঞপ্তিতে সরাসরি অমান্য করা হয়েছে আদালতের নির্দেশ' OBC মামলায় মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার । আগেও বলেছি যে OBC শ্রেণীভুক্ত ৬৬টি সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করুন। আপনারাও বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন' । আমরাও বলেছি যে ঠিক আছে, তাহলে সেই অবধি কোনও পদক্ষেপ করবেন না' । রাজ্য সরকারের উদ্দেশে মন্তব্য বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কেন ২০১২ সালের আইনে সংশোধনী আনলেন না? আপনারা ২০১২ সালের OBC আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন। তারপর আবার ১৯৯৩ সালের আইনে ফেরত গেছেন, এটা কেন? OBC মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার ।


















