Suvendu Adhkari: FIR-এ উদয়নের নাম বাদ! সোশাল মিডিয়ায় সরব শুভেন্দু অধিকারী | ABP Ananda live
ABP Ananda Live: খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলা, FIR-এ উদয়নের নাম বাদ! উদয়নের নাম বাদ যাওয়া প্রসঙ্গে সোশাল মিডিয়ায় সরব শুভেন্দু অধিকারী। ৫ অগাস্ট উদয়ন গুহের নির্দেশে তাঁর গুন্ডারা আমার গাড়িতে হামলা চালায়। পশ্চিমবঙ্গে পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করে।
'বাংলার যন্ত্রণার কথা বলা কি অপরাধ?', 'দ্য বেঙ্গল ফাইলস' রিলিজ নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে বার্তা বিবেক অগ্নিহোত্রীর
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ ঘিরে গত ১৬ অগাস্ট তুলকালাম বাধে ITC রয়্যাল বেঙ্গল হোটেলে। তাই নিয়েই এবার শুরু হয় রাজনীতির চাপানউতোর! একদিকে পরিচালকের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তৃণমূল আবার এই সিনেমাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর চেষ্টা হিসেবেই দেখছে। আর তাই ঘিরে 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বাংলাতেই তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ভিডিও-বার্তা দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।এক্স হ্যান্ডেলে পরিচালক বলেছেন, 'দ্য বেঙ্গল ফাইলস' সারা বিশ্বে রিলিজ করবে। কিন্তু সবারই মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে হয়ত ছবিটি নিষিদ্ধ করা হবে। হল মালিকরাও তাঁকে বলছেন, ছবিটি নিষিদ্ধ না করা হলেও তাঁদের উপর এতটাই রাজনৈতিক চাপ আছে যে , ছবিটা দেখালে বড় মূল্য চোকাতে হতে পারে তাঁদের। তাই তাঁরা ছবিটি দেখাতে ভয় পাচ্ছেন। এই ভয় থেকেই গত ১৬ অগাস্ট ছবির ট্রেলারও দেখানি তাঁরা।




















