BJP News : কাঁকুড়গাছির বিজেপির কর্মী হত্যায় হেফাজতে তৎকালীন OC, সাব ইনস্পেক্টর
ABP Ananda Live: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন, তৎকালীন OC--সহ ৪জনের জেল হেফাজত। নারকেলডাঙার তৎকালীন OC শুভজিৎ সেনের আগাম জামিনের আর্জি খারিজ। তৎকালীন IO রত্না সরকার, হোমগার্ড দীপঙ্কর দেবনাথের আগাম জামিনের আর্জি খারিজ। তৎকালীন OC, IO, হোমগার্ড-সহ কাঁকুড়গাছিকাণ্ডে ৪জনের জেল হেফাজত। ৩১ জুলাই পর্যন্ত ৪জনের জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের।
আরও খবর...
২০১১ সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।আর ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে এসে দুর্গাপুরের সভা থেকে তৃণমূলকে হঠিয়ে "আসল পরিবর্তনের" ডাক দিলেন নরেন্দ্র মোদি। বললেন, তৃণমূল যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। পরিবর্তনের পদ্ম ফোটাতে হবে। বিকশিত বাংলা মোদির গ্য়ারান্টি। ভিন রাজ্য়ে বাঙালি হেনস্থার প্রসঙ্গ তুলে, বাঙালি আবেগে শান দিতে যখন রাস্তায় নেমেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তখন পাল্টা অনুপ্রবেশ ইস্য়ু জোরালভাবে তুলে ধরে, জবাব দিয়েছেন নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, TMC নিজের স্বার্থের জন্য পশ্চিমবঙ্গের পরিচয়কে বাজি রেখেছে। তার জন্য এখানে অনুপ্রবেশকারীদের মদত দেওয়া হচ্ছে। বাংলার অস্মিতার বিরুদ্ধে হওয়া কোনও চক্রান্তকে বিজেপি সফল হতে দেবে না। আপনাদের কাছে এটাই মোদির গ্যারান্টি। দাঙ্গা থেকে ধর্ষণ...দুর্নীতি থেকে তোলাবাজি...সিন্ডিকেট রাজ থেকে মাফিয়া...ইস্য়ু ধরে ধরে তৃণমূল সরকারকে এদিন চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।



















