BJP News: মন্ত্রী হতে না পেরে তৃণমূলে যোগদান করতে নাটক, ভাইকে আক্রমণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
ABP Ananda LIVE: ঠাকুরনগরে মতুয়াবাড়িতে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের মধ্যে দ্বন্দ্ব চরমে। বিজেপি সাংসদের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ বিজেপি বিধায়কের। নাটক, পাল্টা শান্তনু। দাদা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের দ্বারস্থ গাইঘাটার বিজেপি বিধায়ক। ঠাকুরনগরে নতুন সমীকরণ ? তুঙ্গে জল্পনা। মন্ত্রী হতে না পেরে তৃণমূলে যোগদান করতে নাটক, ভাইকে আক্রমণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। ২০২৪ সালে লোকসভা ভোটে টিকিট না পেলে তৃণমূলে যোগদান করত শান্তনু, পাল্টা সুব্রত ঠাকুর।
সল্টলেকের পর বেহালা, পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠল গাড়ি
শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, সল্টলেকের পর এবার বেহালা। পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ওঠে পড়ল গাড়ি। বেপরোয়া গতিতে ফুটপাথে উঠে দোকানে ধাক্কা গাড়ির। পর্ণশ্রী থানার কাছেই বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। গাড়ির চালক-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। মোবাইল দেখতে দেখতে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, দাবি স্থানীয়দের। স্থানীয় এক ব্যক্তির কথায় ভেঙেচুরে বিচ্ছিরি অবস্থায় পড়েছিল গাড়িটি। ক্যামেরাতেও দেখা গিয়েছে বেপরোয়া ভাবে এসে ফুটপাতে উঠে যায় গাড়িটি। চালক মোবাইল দেখতে গিয়ে অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। অনুমান গাড়ির স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ ছিল না চালকের। তবে এই পথ দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এ হেন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা একদিকে যেমন আতঙ্কিত, তেমনই ক্ষুব্ধ।


















