Suvendu Adhikari: 'রামনবমী ঘিরে রাজ্যে যুদ্ধ-যুদ্ধ ভাব কেন ?' প্রশ্ন শুভেন্দুর
ABP Ananda Live: 'আমাদের ধর্ম নাকি গন্দা ধর্ম, এর জবাব সনাতনীরা দেবে না?' ৫০০ টাকার জন্য আত্মসমর্পণ করবেন? রানাঘাটে হুঙ্কার শুভেন্দুর। রামনবমীতে হিন্দুদের শক্তি প্রদর্শনের ডাক শুভেন্দু অধিকারীর। 'দেখা হলেই জয় শ্রীরাম বলবেন, কোনও লজ্জা পাবেন না'। 'বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে লজ্জা কেন?' হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিরোধী দলনেতার। নন্দীগ্রামে রাম মন্দিরের ভূমিপুজো করে পথে নামব: শুভেন্দু অধিকারী।
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ফাঁসিদেওয়া ব্লকের ক্যানসার আক্রান্তের
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ফাঁসিদেওয়া ব্লকের ক্যানসার আক্রান্ত সায়ানগাম ভাওয়ালের। ২০১৬ সালে পরীক্ষা দেওয়ার পর ২০১৮ সালে বিধাননগর কুরবানালি হাই স্কুলের বিজ্ঞান বিভাগে শিক্ষকতার চাকরি পান সায়ানগাম। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁর ক্যানসার ধরা পড়ে। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ৩ মাস অন্তর চিকিৎসার জন্য মুম্বই যেতে হয় সায়ানগামকে। বাড়িতে রয়েছে ২ বছরের সন্তান, স্ত্রী, মা, ভাই ও ভাইয়ের স্ত্রী। সায়ানগামের চাকরি চলে যাওয়ায় তাঁর চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাইকোর্টের চাকরি বাতিলের রায় বেরনোর পরেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রয়েছে। সায়ানগামের পরিবারেরও আর্জি সোমার মতো ছাড় দেওয়া হোক তাঁদের ছেলেকেও নাহলে মাঝপথে তাঁর চিকিৎসা বন্ধ হয়ে যাবে।


















