WB News : 'পরিষ্কার বোঝা যাচ্ছে TMC-র পায়ের তলার মাটি সরে গেছে,' কোন প্রসঙ্গে বললেন নিশীথ প্রামানিক?
ABP Ananada LIVE : শুভেন্দুর প্রতিবাদ কর্মসূচি ঘিরে তুলকালাম। বিরোধী দলনেতা শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ। গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়েছে পাথর। লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ। বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান। NRC-র বিরোধিতায় পাল্টা কর্মসূচি তৃণমূলের। ধুন্ধুমার পরিস্থিতি খাগড়াবাড়িতে। পূর্বেই শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু একইসঙ্গে তৃণমূল কংগ্রেসও পাল্টা কর্মসূচি ঘোষণা করেছিল। তাঁদের দাবি ছিল, যেহেতু ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের পাল্টা শিলিগুড়িতে বিজেপি কর্মসূচি করেছিল। তাই কোচবিহারে শুভেন্দু যেদিন যাবে, সেদিনই কোচবিহারের ১৯ টি জায়গায় কর্মসূচি নেয় তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর গাড়ি যখন খাগড়াবাড়ি মোড়ে আসে, তখন সেখানে তৃণমূল নেতা কর্মীরা উপস্থিত ছিল। মঞ্চ থেকে বক্ততা দেওয়া হচ্ছি। অভিযোগ, তাঁরাই দৌড়ে গিয়ে শুভেন্দুর কনভয়ের উপর হামলা চালায়। গাড়ির কাচ ভেঙে ফেলা হয়েছে। বিজেপির দাবি, হামলা হওয়া ওই গাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক দুজনেই ছিলেন।




















