BJP Protest:ফের ডাক্তারির ছাত্রীর উপর নির্যাতনের অভিযোগ,সেই ঘটনার প্রতিবাদে আসানসোলে BJP-র বিক্ষোভ
ABP Ananda Live: দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ এবং সেই ঘটনার প্রতিবাদে আসানসোলে বিজেপির বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রা পাল ও বিজেপি কর্মী সমর্থকদের।
এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন-কন্যা-দিদি-নারীর নির্যাতন নিয়ে কোনওদিন একটা শব্দ কোথাও বলেননি কেন ?" দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের আবহে এই প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা। আইনশৃঙ্খলা ইস্যুতে ফের একবার রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, "শেষ আমরা শুনেছিলাম (নারী নির্যাতন নিয়ে মন্তব্য), অভয়ার ঘটনায় ১৪ অগাস্ট, ২০২৪ বেহালায়। Freedom At Midnight-এর অনুষ্ঠানে...ওঁর বাবা-মা চাইলে তো আমি ১০ লক্ষ দিতেই পারি। তারপর থেকে ওঁর মুখ থেকে কোনও কথা শোনা যায়নি।"দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে।

















