BJP Fact Finding Team : আজ হাওড়ার আমতায় পৌঁছল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম | ABP Ananda Live
Howrah News: পঞ্চায়েত ভোটের পর থেকেই রাজ্যে পরপর বিজেপির কেন্দ্রীয় দল। আজ হাওড়ার আমতায় পৌঁছল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আমতায় বিজেপি কর্মীদের ৬টি বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগ খতিয়ে দেখতে আমতায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। গতকাল হুগলির তারকেশ্বর ও আরামবাগে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কথা বলেন আক্রান্তদের সঙ্গে। দলে রয়েছেন তফশিলি সম্প্রদায়ভুক্ত বিজেপির ৫ সাংসদ। দিল্লিতে ফিরে জে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেবে বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল। এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ভোট-পরবর্তী বাংলায় এসেছিল ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সম্প্রতি রাজ্যে ঘুরে যায় বিজেপির ৫ মহিলা সাংসদের একটি দল।


















