Suvendu Adhikari : 'ইদ উৎসবে এটা কী ধরনের উস্কানিমূলক বক্তব্য?', মমতাকে আক্রমণে শুভেন্দু
ABP Ananda Live: 'আমি ইসলাম ধর্ম সম্বন্ধে বেশি জানিনা। যেটুকু জানি, সেখানে তাঁদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে, পুরুষেরা আলাদাভাবে ধর্ম পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায় একজম মহিলা নারী তাঁকে কীভাবে সেখানে যআওয়ার অনুমতি দেওয়া হয়। আর যদি খিলাবৎ কমিটি করে থাকেন আমরা নয় সাম্প্রদায়িক দল, হিন্দুদের দল গর্বিত হিন্দু বিজেপি। আপনাদের কংগ্রেস আছে, পীরসাহেবের দলে আইএসএফ আছে। সেখানে খিলাবৎ ডাকেন না কেন। হিন্দুরা কোথাও দাঙ্গা করে না'। বললেন শুভেন্দু।
দেবাংশুর উল্টো সুর সৌগত রায়ের। মূলত এদিন কেলগ-কাণ্ডে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর তোপের মুখে দলের একাংশ। তিনি এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে। বড় পদ পেয়েছেন। তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ এঁটেছেন কেন? ' বড় প্রশ্ন দেবাংশুর। এর পরেই সৌগত রায় বলেন, 'আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত।'
'মমতার বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে আহত, আগেও বিবৃতি দিয়েছি। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্ষতি হবে না। ১০ জন এসএফআই, ৫ জন বিজেপি অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে। আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত', দেবাংশুর উল্টো সুর সৌগত রায়ের। 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান না, নির্দেশ দিলে একদিনের নোটিসে বিক্ষোভ হত। ১০টি ছেলে কী করেছে তার কোনও গুরুত্ব নেই', প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের।





















