Bomb Recovered: খেজুরিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিলল বোমা! এলাকায় চাঞ্চল্য
খেজুরির (Khejuri) অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে উদ্ধার তাজা বোমা। আজ সকালে উত্তর বোগা শিশুশিক্ষা কেন্দ্রে সিঁড়ির পাশে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ (Police)। পরে সেই বোমা উদ্ধার করেন পুলিশকর্মীরা। কে বা কারা এই স্কুলে বোমা রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুলে বোমা উদ্ধার হওয়ার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যদিকে ১০০ দিনের কাজ চাইতে গিয়ে হামলার মুখে দলীয় কর্মীরা, অভিযোগ বিজেপি বিধায়কের। পাল্টা বিজেপির বিরুদ্ধে মারধর ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তুলেছে তৃণমূল। ১০০ দিনের কাজ নিয়ে কয়েক দিন ধরেই তৃণমূল বিজেপি চাপানউতোর চলছিল বাঁকুড়ার প্রতাপপুর গ্রামে। মঙ্গলবার তা চরম আকার নেয়। শাসক দলের অভিযোগ, বিজেপির লোকজন আচমকা তৃণমূলের দলীয় কার্যালয়ে আচমকা হামলা চালায়। পঞ্চায়েত সদস্যা সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল নেতার দাবি, "বিজেপির দুষ্কৃতীরা প্রতাপপুর গ্রামে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। আমাদের পঞ্চায়েত সদস্যা ও কর্মীদের উপর আক্রমণ চালানো হয়।" যদিও বিজেপির পাল্টা অভিযোগ ১০০ দিনের কাজ কেন পাচ্ছেন না তা জানতেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যার কাছে গিয়েছিলেন কর্মী সমর্থকরা।