CPM News: রবীন দিয়ে লাল ঝাণ্ডা দেখতে পাচ্ছিল না, ব্রিগেড সমাবেশ দেখে বুকে কাঁপন ধরেছে: সেলিম
ABP Ananda Live: 'বিজেপি-তৃণমূল খেটে খাওয়া মানুষের ঐক্যে ফাটল ধরাচ্ছে'। 'মুর্শিদাবাদ, মালদায় যে ঘটনা ঘটল, রামনবমী-হনুমানজয়ন্তী করছে তৃণমূল-বিজেপি'। 'বিজেপি-তৃণমূলের নেতারা প্রতিদিন নাটক করছে, ওদের স্ক্রিপ্ট লিখে দিয়েছেন মোহন ভাগবত'। 'বিরোধী দলের নেতা তৃণমূলের সাজানো, আজ মহান সাজতে চাইছে বিরোধী দলের নেতা'। 'প্রতিদিন হিন্দু-মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে ঘৃণাভাষণের মাধ্যমে, কেন একটিও মামলা করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়', মুর্শিদাবাদে অশান্তি নিয়ে বিজেপি-তৃণমূলকে একযোগে আক্রমণ মহম্মদ সেলিমের।
'পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন লাগু হবে না..', শোনপুরে স্পষ্ট বার্তা সায়নীর
১৪ এপ্রিল অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের শোনপুর বাজার। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আক্রান্ত হন পুলিশকর্মীও। রবিবার, ISF-এর বিরুদ্ধে আগুন-ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে শোনপুর বাজারে প্রতিবাদ সভা করে তৃণমূল। সভা থেকে, একদিকে বিজেপিকে দাঙ্গাবাজ আক্রমণ। অন্যদিকে মুর্শিদাবাদ দাঙ্গার নেপথ্যে বিজেপি আইএসএফের হাত রয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল। যদিও তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ আইএসএফ ও বিজেপি। সায়নী ঘোষ এদিন বলেন, আইনি লড়াই আমরা লড়ছি। আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, সকল মুসলিম ভাইদের প্রতি, সকল মুসলিম মা-বোনেদের প্রতি আমাদের সহমর্মিতা আছে। আমরা তাঁদের পাশে আছি। আর যেখানে, যাই হয়ে যাক না কেন, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কোনওভাবে লাগু হবে না।'



















