Buddhadeb Bhattacharjee Demise: প্রাক্তনী বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণে শৈলেন্দ্র সরকার বিদ্য়ালয়ে শোকজ্ঞাপন শিক্ষক, পড়ুয়ারাদের
ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ, শ্য়ামবাজারের শৈলেন্দ্র সরকার বিদ্য়ালয়ে পড়েছেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সহপাঠীদের কাছে তিনি পরিচিত ছিলেন বাচচু নামে। মুখ্য়মন্ত্রী হওয়ার পরও এসেছেন এই স্কুলে। সেই সব দিনের স্মৃতিচারণা করেছেন স্কুলের শিক্ষকরা।
রাজনৈতিক জীবনে সাদা পাঞ্জাবিতেই বাঙালি দেখেছে বুদ্ধদেবকে। কিন্তু তাঁর ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত যে স্কুলে কেটেছে, সেখানে ড্রেস ছিল সাদা জামা, কালো প্য়ান্ট। এই স্কুলে ক্লাস করেছেন, তাই নয়, তিনি যখন তথ্য় প্রযুক্তি মন্ত্রী হন, তখনও তিনি আসেন। মুখ্য়মন্ত্রী হওয়ার পরও আসেন। এই ক্লাসরুম। প্রথম বেঞ্চে বসতেন না। মিলেমিশে থাকতেন, জানাচ্ছেন শিক্ষকরা।



















