Burdwan :হস্টেলে নিরাপত্তাব্যবস্থা-সহ একাধিক দাবিতে,বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ
ABP Ananda LIVE : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে পড়ুয়াদের বিক্ষোভ। হস্টেলে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা-সহ একাধিক দাবিতে বিক্ষোভ। প্রশাসনিক ভবন চত্বরের মূল গেট ধাক্কা মেরে খুলে দেয় বিক্ষোভকারীরা। রাজবাটি ক্যাম্পাসে উপাচার্যের অফিসের বাইরে বিক্ষোভ প্রদর্শন পড়ুয়াদের।
আরও খবর...
বিহারের পর পশ্চিমবঙ্গেও কি ভোটার তালিকায় বিশেষ সংশোধন ?
ABP Ananda LIVE: বিহারের পর পশ্চিমবঙ্গেও কি ভোটার তালিকায় বিশেষ সংশোধন? জল্পনার মধ্যেই রাজ্যে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ । কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনার BLO-দের প্রশিক্ষণ। নজরুল মঞ্চে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল । ৫টি জেলার ১০৮ বিধানসভা এলাকার আধিকারিকদের প্রশিক্ষণ । কলকাতার ১১, হাওড়ার ১৬, নদিয়ার ১৭ বিধানসভা আসনের প্রশিক্ষণ । উত্তর ২৪ পরগনার ৩৩, দক্ষিণ ২৪ পরগনার ৩১ আসনেরও প্রশিক্ষণ । ৫ জেলা মিলিয়ে মোট ৯৭২ জন বুথ লেভেল অফিসারের প্রশিক্ষণ । কাল মেদিনীপুর ডিভিশন, সোমবার উত্তরবঙ্গের BLO-দের নিয়ে বৈঠক





















