OBC Certificates: অনিয়মের অভিযোগে একসঙ্গে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট
তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র অবৈধ। ২০১০ সালের পরে তৈরি হওয়া সব ওবিসি তালিকা বাতিল। বাতিল হতে চলেছে প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট। '২০১০ সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণিভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ।' '২০১০-এর পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন, তাঁদের চাকরি বহাল থাকবে।' ''ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট ১৯৯৩' অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে।' 'সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।' ২০১০-এর আগে ওবিসি শ্রেণিভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের।
নিয়োগ দুর্নীতির পরে ফের ধাক্কা রাজ্যের। অনিয়মের অভিযোগে একসঙ্গে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট।ভোটের মধ্যেই তৃণমূল জমানায় দেওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ


















