Sandip Ghosh: CBI-এর আবেদন খারিজ, আজই আদালতে সশরীরে পেশ করতে হবে সন্দীপ ঘোষদের
সিবিআই-এর জোড়া আবেদন খারিজ বিশেষ আদালতে। প্রথমে মৌখিক, পরে লিখিত আবেদন খারিজ। সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে ভার্চুয়াল শুনানিতে পেশ করাতে চেয়েছিল সিবিআই। আবেদন খারিজ, আজই আদালতে সশরীরে পেশ করতে হবে সন্দীপ ঘোষদের। 'পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে, গোটা বিষয়টি একজন ডিসিপি পদমর্যাদার অফিসার তদারকি করবেন'। জানাল সিবিআইয়ের বিশেষ আদালত।
এপ্রসঙ্গে, করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। মিছিলের জন্য করুণাময়ীতে জমায়েত আন্দোলনকারী চিকিৎসকদের। মিছিলে যোগ দিচ্ছেন সাধারণ নাগরিকও। গতকালই ডেডলাইনের পাল্টা ডেডলাইন দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারকে পাল্টা টাইম লাইন বেঁধে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বিকেল ৫টার মধ্যে সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি তোলার আবেদন ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা। RG Kar Case


















