Mamata Banerjee: 'বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে মানুষ' আক্রমণ মমতার, পাল্টা শুভেন্দু
ABP Ananda LIVE : বাংলা বললেই বাংলাদেশি বলে তকমা। প্রতিবাদে মোদির বঙ্গ সফরের ঠিক আগে পথে মমতা-অভিষেক। বৃষ্টি মাথায় নিয়েই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল। বাঙালিদের উপর অত্যাচার হলে ছেড়ে কথা বলব না। ধর্মতলার সভা থেকে কেন্দ্রের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভোট এলেই নাম বাদ দেওয়ার চেষ্টা, মহারাষ্ট্রের মতোই বাংলা-বিহারে চক্রান্ত। কেন চুপ কমিশন? শুভেন্দুর সিইও দফতর অভিযানের দিনই পাল্টা আক্রমণে মমতা। ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার দাবিতে সিইও দফতরে শুভেন্দু। পাল্টা আক্রমণে মমতা। ডিভিশন বেঞ্চে SSC-র ৩০ মের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিই বহাল। পরীক্ষায় অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা। আগের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট। বন্ধ কলেজ খোলার দাবিতে এসএফআই-ডিওয়াইএফআই মিছিলে কোচবিহারে ধুন্ধুমার। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বর্ধমানেও তুলকালাম। নিক্কো পার্কে ফের রহস্যমৃত্যু। বনধুর জন্মদিনের সেলিব্রেশনে গিয়ে ওয়াটাররাইডে হঠাৎ সংজ্ঞাহীন মুরারিপুকুরের ছাত্র। মৃত অবস্থাতেই আনা হয়েছিল, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। বৃষ্টিতে বানভাসি হুগলি, বাঁকুড়া, পাঁশকুড়া, বীরভূমের একাংশ। আলিপুরদুয়ারে নদীতে হড়পা বানে আটকে গেল বাস। পশ্চিমবঙ্গ থেকে সরল নিম্নচাপ। কমবে বৃষ্টি, বাড়বে অস্বস্তি।


















