Mamata Banerjee : বহু জায়গায় অগ্নিকাণ্ড দেখেছে এ-শহর। দুর্ঘটনা এড়াতে কী ভাবনা মুখ্যমন্ত্রীর?
ABP Ananda LIVE : শীতকালে আগুন পোহাতে গিয়ে অনেক জায়গায় আগুন লেগে যায়। যারা বস্তিতে থাকেন, সতর্ক থাকুন। রেল নিজেদের জমি নিজ দায়িত্বে রাখুন, বার্তা মমতার।
রাজ্যের মন্ত্রিসভা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মমতা। তিনি জানান, ২৫ ডিসেম্বর আলিপুর চিড়িয়াখানায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। চিড়িয়াখানার বিপরীতে একটা অব্যবহৃত জায়গা রয়েছে। একটি পুরনো অ্যাকোরিয়াম এবং পশু চিকিৎসার জায়গা ছিল। সেখানে একটি বড় বাজার তৈরি করা হবে বলে জানিয়েছেন মমতা। পশু হাসপাতালটা চিড়িয়াখানা দেখে নেবে। অ্যাকোরিয়াম থাকবে বলে জানিয়েছেন।
আলিপুর মিউজিয়ামের বিপরীতে একটি কাঠামো তৈরি হচ্ছে, যেখানে চামড়ার ব্যাগের বাজার তৈরি হবে বলে জানিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন, বাংলায় চামড়া শিল্পের সঙ্গে যুক্ত ৫ লক্ষ মানুষ। বিদেশে যে চামড়ার দ্রব্য রফতানি করা হয়, তা বাংলার মানুষ পান না। কিন্তু এবার সেখান থেকেই চামড়ার ব্যাগ-জুতো কেনা যাবে। পাশাপাশি, কর্মসংস্থানও বাড়বে। প্রত্যেক জেলায় শপিং মল এবং সিনেমা হল তৈরির ঘোষণাও করেন। মমতা জানিয়েছেন, ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন তিনি। সেখানে প্রায় ২০ হাজার মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হবে।