Coal Sumggling: কয়লা পাচার মামলায় আসানসোল আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই | ABP Ananda LIVE
West Bengal: কয়লা পাচার(coal smuggling) মামলায় আসানসোল আদালতে (asansol court)প্রশ্নের মুখে পড়ল সিবিআই। 'কত দিনে তদন্ত শেষ করবেন, আর কোনও চার্জশিট কি জমা দিচ্ছেন?' প্রশ্ন আসানসোলের সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর। 'সবাইকে আদালতে হাজির করুন'। 'শারীরিক কারণে আদালতে হাজির হতে না পারলে অ্যাম্বুল্যান্সে করেও আনতে হবে'। অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বললেন বিচারক রাজেশ চক্রবর্তী। এরপর সিবিআই-এর তদন্তকারী অফিসার চার্জশিট পেশ করার জন্য সময় চান। তখন কয়লা পাচার মামলায় CBI-কে চূড়ান্ত চার্জশিট পেশের জন্য একমাস সময় দেন বিচারক । ৩ জুলাই পরবর্তী শুনানি, ওই দিনই চার্জ গঠনের সম্ভাবনা। আরও খবর, খড়দার পর যাদবপুর(Jadavpur)। ফের তৃণমূলের বাধার মুখে পড়লেন সিপিএম(CPM) প্রার্থী। পঞ্চসায়র থানা এলাকায় শহিদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর (Srijan Bhattacharya)রোড শো দফায় দফায় আটকানোর চেষ্টা হয়। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ছিঁড়ে দেওয়া হয় পতাকা, ফ্লেক্স। সিপিএম প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এদিন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনিতে সৃজন ভট্টাচার্যর প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। এভাবে বামেদের রুখতে পারবে না তৃণমূল। যাদবপুরে এবার তাঁরাই জিতবেন বলে দাবি করেন সৃজন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।