Adhir Chowdhury: একটা মহিলার দালালি করতে গিয়ে মানবিকতা, সামাজিকতা সবকিছু বিসর্জন দিয়ে দেব?: অধীর
ABP Ananda LIVE: 'এদের ঘরে কি কোনও মা-বেন নেই নাকি? একটা মহিলার দালালি করতে গিয়ে, তাঁকে খুশি করতে গিয়ে মানবিকতা, সামাজিকতা , ভদ্রতা সবকিছুকে বিসর্জন দিয়ে দেব আমরা।' বললেন অধীর চৌধুরী। 'সমাজের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে তৃণমূল কংগ্রেস। পার্কস্ট্রিটের ঘটনাকে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা বলেছে। আর জি কর মেডিক্যাল কলেজ থেকে শুরু করে কসবা কলেজের সব ঘটনায় তৃণমূলের কাছে ছোট ঘটনা'। আক্রমণ শমীকের।
উত্তাল সমুদ্র, ভারী বৃষ্টির পূর্বাভাস; দুর্যোগের আশঙ্কা কোথায়?
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Weather Update) উপর অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। সঙ্গে রয়েছে ঝোড়ো বাতাসের পূর্বাভাসও।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা। উইকেন্ডে উপকূল ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মূলত মেঘলা আকাশ। সপ্তাহজুড়েই দিনভর মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস।বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উপরের দিকের পাঁচ জেলাতেই বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে।



















