Adhir Chowdhury: 'কোথায় কতটা দুধ, কতটা জল পশ্চিমবঙ্গের মানুষ সব জানে', কটাক্ষ অধীরের
ABP Ananda Live: 'সারা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের দৌলতে। সংবাদমাধ্যেমের মাধ্যমে সাধারণ মানুষ গোটা বিষয়টি লক্ষ্য করেছে। কোথায় কতটা দুধ, কতটা জল পশ্চিমবঙ্গের মানুষ সব জানে। যা খুশি বলে আজকে যারা আহত, অত্যাচারিত, নিগৃহিত তাঁদের বিরুদ্ধে কেশ লাগিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ওপর তৃণমূল কংগ্রেস যে বীরত্ব প্রদর্শন করেছিল তাতে বাংলার মানুষ হতবাক হয়েছিল'। বললেন অধীর।
বাগদার তৃণমূল কর্মী, ভারত ও বাংলাদেশ, দু'দেশের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে! নথি সামনে এনে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির । উত্তর ২৪ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাস । বিজেপির দাবি, তৃণমূল কর্মী সহিদুল আদতে বাংলাদেশের যশোরের চৌগাছার বাসিন্দা । বিজেপির আরও অভিযোগ, বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটারকার্ড পেয়ে গিয়েছেন তিনি
নথি-সহ বিষয়টি জেলাশাসককে জানানো সত্ত্বেও কোনও জবাব মেলেনি, অভিযোগ পদ্ম শিবিরের অভিযোগ উড়িয়ে তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাসের দাবি, জন্মসূত্রে তাঁরা এদেশেরই বাসিন্দা
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল কলেজিয়াম
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল কলেজিয়াম। ২০১১-তে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন জয়মাল্য বাগচী। ২০২১ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি হন। সে বছরই আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসেন বিচারপতি জয়মাল্য বাগচী। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নাম সুপারিশ। ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতি হতে পারেন জয়মাল্য বাগচী। এদিকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের নামও সুপারিশ করেছে কলেজিয়াম।



















