Congress Meeting: লোকসভা নির্বাচনের বিপর্যয় খতিয়ে দেখতে প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE; নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর দায়িত্ব এখন সর্বভারতীয় সভাপতির হাতে । সর্বভারতীয় সভাপতিই সিদ্ধান্ত নেবেন, কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি । 'কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, খাড়গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছে' । তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি, জানালেন অধীর চৌধুরী । বৈঠকে উপস্থিত অধিকাংশ কংগ্রেস নেতাই অধীরের সমর্থনে সওয়াল করেছেন । বিকেল ৪টেয় পরবর্তী বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব
প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নিয়ে ইতিমধ্যেই দলের অভ্যন্তরে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে। অধীর চৌধুরী পদ ছাড়তে চান বলে এআইসিসি-কে জানিয়েছেন। যদিও তা এখনও মঞ্জুর করেনি এআইসিসি। 'প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কে থাকবেন, তা চূডান্ত হবে সবার সঙ্গে আলোচনার পর', জানালেন এআইসিসি-র পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। শুক্রবার লোকসভা নির্বাচনের বিপর্যয় খতিয়ে দেখতে প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠকে অধীর চৌধুরীকে ফের সভাপতি রাখার পক্ষে সওয়াল করেন বেশিরভাগ নেতা।