(Source: ECI/ABP News/ABP Majha)
Cooch Behar: 'স্বামীকে অপহরণ করে দলবদল করাতে চাইছে তৃণমূল', অভিযোগ গ্রাম পঞ্চায়েতের BJP সদস্যার
ABP Ananda LIVE: কোচবিহারের তুফানগঞ্জে দলবদল ঘিরে বিতর্ক। স্বামীকে অপহরণ করে চাপ দিয়ে দলবদল করাতে চাইছে তৃণমূল, চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অন্দরন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা দীপালি পাল। গতকাল কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিকের উপস্থিতিতে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের তিন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন। আরেক বিজেপি সদস্যার স্বামীকে তৃণমূলে যোগদান করানো হয়। অভিযোগ, স্ত্রীকে দলে টানতে স্বামীকে অপহরণ করে যোগদান করিয়েছে তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসক দলের।
সরকারি জমিতে দখলদার উচ্ছেদ অভিযানের মাঝেই এবার নলহাটিতে পুকুর ভরাটের অভিযোগ উঠল। ৩ নম্বর ওয়ার্ডের খালাসিপাড়া মাটি ফেলে ওই পুকুর রাতারাতি বুজিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
রথযাত্রা উপলক্ষ্যে হুগলির মাহেশে লোকারণ্য। এবার ৬২৮ বছরে পড়ল এই রথযাত্রা। আগে ছিল কাঠের রথ। লোহার রথ তৈরি হয় ১৩৬ বছর আগে। ১২৫ টন ওজনের এই রথের উচ্চতা ৫০ ফুট। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়। কিন্তু মাহেশে ৬২৮ বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে।