Cooch Behar News: বিচারের দাবিতে ফালাকাটায় আগুন জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ
ABP Ananda Live: বিচারের দাবিতে ফালাকাটায় আগুন জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়, ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে অগ্নিগর্ভ ফালাকাটা। বিচারের দাবিতে ফালাকাটায় আগুন জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ। বিডিও-কে ঘেরাও করে বিক্ষোভ, 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। গণপিটুনিতে ধর্ষণ-খুনে এক অভিযুক্তর মৃত্যু, আরেকজন গ্রেফতার।
'আমাদের পশ্চিমবঙ্গও খুনি-ধর্ষকদের উল্লাস-ভূমি হয়ে গেল নাকি?' আর জি কর থেকে কুলতলি, ফালাকাটা, একের পর এক ঘটনার মধ্যেই বিস্ফোরক পোস্ট মনোরঞ্জন ব্যপারীর। শাসক দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়কের। পোস্টের ব্যাখ্যা দিতে গিয়ে খুন-ধর্ষণে 'বহিরাগত' তত্ত্ব মনোরঞ্জন ব্যপারীর । 'বাংলায় আগে এমন পরিস্থিতি ছিল না'। 'ইদানিং দেখছি, কয়েকটি শিশুকে ধর্ষণ করে হত্যা কর হল'। 'আগে তো এমন ছিল না, অপরাধীদের ধরা উচিত'। 'এরা সবাই বহিরাগত, বাঙালিদের এই রোগ ছিল না'। সরকার ও মানুষকে সজাগ থাকতে হবে, মন্তব্য মনোরঞ্জন ব্যপারীর।