Udayan Guha : অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয়, কোনও আপত্তি নেই : উদয়ন গুহ
ABP Ananda LIVE : খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলা। বিজেপির দাবি, ওই গাড়িতেই ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। যদিও তৃণমূলের স্পষ্টতই অভিযোগের তীর বিজেপির দিকেই। শাসকদলের দাবি, বিজেপিই এই হামলা চালিয়ে, উল্টে তৃণমূলের উপর দোষারপ করছে। যাবতীয় বিষয়ে এবার এবিপি আনন্দ-র কাছে মুখ খুললেন নিশীথ প্রামাণিক। অপরদিকে, উদয়ন গুহ বলেন, 'যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলাভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা, যারা বাংলাভাষাকে আক্রমণ করবে, তাঁদের কোনও নিস্তার নেই তাঁদেরকে কালো পতাকা দেখানো হবে। তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তাঁরা যেখানেই যাবে, সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে, তাই কোচবিহারের মাটিতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে।' তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, 'তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেসের কোনও কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারা নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিমপ্যাথি গ্রো করতে এই ধরনের নাটক করছে।' এরপর ভাঙা গাড়ি নিয়েই কোচবিহারের এসপি অফিসে যান শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক।






















