Corona Virus: রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ, চলতি মাসের শেষে কত বাড়ল সংক্রমণ?
ABP Ananda Live: রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। চলতি মাসের শেষ ৫ দিনে বাড়ল সংক্রমণ। রাজ্যে ৫ দিনে অ্যাক্টিভ কেস বেড়ে ৮৯। রিপোর্ট প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের । সারা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা ১০১০ থেকে বেড়ে ৩৩৯৫।
প্রথমে ওষুধ খাওয়ার যুক্তি দিয়ে কুকথার সাফাই। এবার অসুস্থতার কথা বলে এড়ালেন হাজিরা। পুলিশের কাছে না গিয়ে গেলেন পার্টি অফিসে। করলেন ম্যারাথন বৈঠক। 'সকাল থেকে শরীর খারাপ ছিল, এখন একটু বিশ্রাম করছেন.. কাল যাওয়ার কথা ভাববেন', অনুব্রত প্রসঙ্গে মন্তব্য চন্দ্রনাথ সিনহার ।
পাক গুপ্তচরের জাল কলকাতাতেও? শহরের ৩ জায়গায় তল্লাশি
পাক গুপ্তচরের জাল কলকাতাতেও? শহরের ৩ জায়গায় তল্লাশি। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, কলকাতা-সহ দেশজুড়ে তল্লাশি। কলকাতা-সহ দেশজুড়ে তল্লাশি NIA-এর। আলিপুর, পার্ক সার্কাস, খিদিরপুরে তল্লাশি, NIA সূত্রে খবর। পশ্চিমবঙ্গ, অসম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান-সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি।
সিকিম ও কালিম্পংয়ে টানা বৃষ্টির জের, তিস্তায় বাড়ছে জলস্তর
সিকিম ও কালিম্পংয়ে টানা বৃষ্টির জের, তিস্তায় বাড়ছে জলস্তর। আগামী কয়েকদিনও দুই এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদীর জলস্তর আরও বাড়লে পাড়ের গ্রামগুলি জলমগ্ন হওয়ার সম্ভাবনা।



















