Calcutta High Court: ১২ এপ্রিল হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতি আদালতের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ১২ এপ্রিল হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতি আদালতের । কলেজস্ট্রিট হনুমান মন্দির থেকে হরি ঘোষ হনুমান মন্দির পর্যন্ত মিছিলের অনুমতি । হনুমান জন্মোৎসব উদযাপন সমিতিকে অনুমতি আদালতের । বিকাল ৫ থেকে রাত ৮ পর্যন্ত মিছিলের অনুমতি । 'ডিজে ব্যবহার করা যাবে না, ধাতুর অস্ত্র প্রদর্শন করা যাবে না'। 'PVC দিয়ে তৈরি প্রতীকী অস্ত্র ব্যবহার করা যাবে' । '৫ টি মাইক্রোফোন ব্যবহার করা যাবে, ৪ টা করে বাইক এবং গাড়ি ব্যবহার করা যাবে' । ২০০ থেকে ২৫০ জন ব্যক্তি থাকতে পারবেন', নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। উপস্থিত থাকতে পারেন শুভেন্দু অধিকারী
আরও খবর..
বুধবার দুপুরে কসবায় DI অফিস চত্বরে এভাবেই চাকরিহারাদের লাঠিপেটা করে পুলিশ। চাকরি বাতিল ইস্যুতে এদিন জেলায় জেলায় DI অফিস ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারারা। কসবায় ব্যারিকেড টপকে DI অফিসে ঢোকার চেষ্টা করলে চাকরিহারাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। এরপরই শুরু হয় লাঠিচার্জ। এমনকী সদ্য চাকরিহারাদের লাথিও মারা হয়। পুলিশের লাঠির আঘাতে, আহত হন বেশ কয়েকজন চাকরিহারা। পাল্টা পুলিশও তাদের উপর আক্রমণের অভিযোগ এনেছে। কসবাকাণ্ডে এবার চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল পুলিশ। একটি জেলা স্কুল পরিদর্শকের করা অভিযোগ, দ্বিতীয়টি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। দুটি মামলাই করা হয়েছে গতকাল চাকরি ফেরত চাইতে আসা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে।






















