Manoj Verma: নবান্ন অভিযানে পুলিশের উপর যারা হামলা চালিয়েছে, তদন্ত চলছে, গ্রেফতার হবে : মনোজ ভার্মা
ABP Ananda LIVE : নবান্ন অভিযানে ধুন্ধুমার, আহত ৫ পুলিশকর্মী। আহত কনস্টেবল, ASI, হোমগার্ড-সহ ৫ পুলিশকর্মী। আহত ৩ পুলিশকর্মী SSKM-এ চিকিৎসাধীন। আহত ASI জগবন্ধু সাহু, কনস্টেবল নিমাই মণ্ডল। আহত কনস্টেবল প্রশান্ত পোদ্দার, কনস্টেবল মিঠুন ঘোষ। ডিসি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধর। জওহরলাল নেহরু রোডের ভিডিও প্রকাশ লালবাজারের। পুলিশকে মারধর, হুমকির অভিযোগে মামলা রুজুর সিদ্ধান্ত। বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধেও FIR করতে চলেছে পুলিশ। পুলিশকে হুমকির অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। আরও ৬টি মামলা রুজুর পথে পুলিশ, লালবাজার সূত্রে দাবি। নবান্ন অভিযানের একাধিক ভিডিও প্রকাশ পুলিশের। হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, লালবাজার সূত্রে দাবি। নবান্ন অভিযানে পুলিশের উপর যারা হামলা চালিয়েছে, তদন্ত চলছে, গ্রেফতার হবে : মনোজ ভার্মা
নবান্ন অভিযানে ধুন্ধুমার, এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে FIR। মোট ৭টি FIR রুজু কলকাতা পুলিশের।অশোক দিন্দা, কৌস্তভ বাগচী-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে FIR রুজু। নিউ মার্কেট ও হেয়ারস্ট্রিট থানায় ৭টি FIR রুজু। পুলিশকে মারধর, হুমকির অভিযোগে মামলা রুজু। পুলিশকে হুমকির অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। ডিসি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। জওহরলাল নেহরু রোডের ভিডিও প্রকাশ লালবাজারের। হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, লালবাজার সূত্রে দাবি।


















