Kakdwip News: সিপিএম কর্মীর উপর হামলা, SIT-এর দায়িত্বে মুরলীধর শর্মা
ABP Ananda Live: কাকদ্বীপে জোড়া খুন, আদালত গঠিত SIT-এর দায়িত্বে মুরলীধর শর্মা। ২০১৮: পঞ্চায়েত ভোটের আগে কাকদ্বীপে স্ত্রী-সহ সিপিএম কর্মীকে পুড়িয়ে খুন। দময়ন্তী সেন অব্যাহতি নেওয়ায় এবার তদন্তের দায়িত্বে মুরলীধর শর্মা। এতদিন তদন্তে কী অগ্রগতি? ৪ মার্চ রিপোর্ট দেবেন মুরলীধর শর্মা। ২০১৮: সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী ঊষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। ২০২৩: দময়ন্তী সেনের নেতৃত্বে SIT গঠনের নির্দেশ হাইকোর্টের। পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চান দময়ন্তী সেন।
আড়ালে থেকেই আত্মসমর্পণ, এবার প্রকাশ্যে কীর্তিমান কাউন্সিলর!
আড়ালে থেকেই আত্মসমর্পণ, এবার প্রকাশ্যে কীর্তিমান কাউন্সিলর! আত্মসমর্পণের পর জামিন নেওয়ার পরে অবশেষে পুলিশের চার্জশিট । তৃণমূল কাউন্সিলর-সহ ৮জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট । হত্যার চেষ্টা, তোলাবাজি-সহ একাধিক ধারায় মামলা দায়ের । তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রোমোটারকে মার।


















