Ration Scam: বিস্ফোরক মন্ত্রীর পিএ! তোপ সিপিএম-বিজেপির। ABP Ananda Live
'এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। মন্ত্রীর ইচ্ছেকে মর্যাদা দিয়েছেন তাঁর পিএ (PA)। মন্ত্রীর মতো প্রভাবশালী বলেই তাঁর আপ্তসহায়ক এই কাজ করতে পেরেছেন। এত বড় দুর্নীতি ১০ বছর ধরে চলেছে, রাজ্যের কোনও সংস্থা তা জানত না?', তোপ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর। সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, 'পেঁয়াজের খোসার মতো বিষয়। সবচাইতে ঘনিষ্ঠদের আঙুল ফুলে কলাগাছ হয়েছে। কেউ জানে না কোন সংস্থার কী কাজ। শুধু জানে এটা মন্ত্রীর ব্যবসা। অভিজিৎ দাস জানে না, দায় জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick)। জ্যোতিপ্রিয় কী করেছে তা জানেন মুখ্যমন্ত্রী।' জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন পিএ অভিজিৎ দাসের দাবি ঘিরে কটাক্ষ বিরোধী নেতাদের।


















