Tab Scam: ছাত্রছাত্রীদের ট্যাবের টাকাও যারা দুর্নীতি করে খেয়ে নেয় মানুষ তাদের ক্ষমা করবেন না: সুজন
ABP Ananda Live: 'পরপর বেশ কয়েকটি জেলায় স্কুল ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এই অভিযোগ স্পষ্ট হচ্ছে। যে ছাত্র, যার নামে টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা যাচ্ছে অন্য লোকের হাতে। ট্যাবের জন্য টাকা দেওয়া হবে কিন্তু সেই টাকা চলে যাচ্ছে অন্য রাজ্যে। স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকাটাও যারা দুর্নীতি করে খেয়ে নেয় মানুষ তাঁদের কখনও ক্ষমা করবেন না', মন্তব্য সুজনের।
হলদিয়া পেট্রোকেমিক্যালস মামলায় সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্য। শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের টিসিজি গোষ্ঠীর বকেয়া প্রায় ২০০০ কোটি টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের(Orijinal Side) কাছে জমার নির্দেশ । নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের। ২০২৩ সালেই সুপ্রিম কোর্টের ৩ অবসরপ্রাপ্ত বিচারপতি দ্বারা মধ্যস্থতা বা সালিশি প্রক্রিয়ায় রাজ্যকে বকেয়া মেটাবার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। অনাবাসী ভারতীয় পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের চ্যাটার্জি গোষ্ঠী (টিসিজি) ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প এইচপিএল। নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ বিতর্কের পরে প্রায় ১ দশক আগে সংস্থাটির রাশ হাতে নেয় টিসিজি। তখন সংস্থায় টিসিজি-র সরকারের শেয়ার ক্রয়ের চুক্তির অন্যতম শর্ত ছিল.......রুগ্ন এইচপিএলের পুনরুজ্জীবনে পর্যায়ক্রমে মোট ৩২৮৫.৪৭ কোটি টাকা আর্থিক সুবিধা দেওয়া কিংবা ১৯ বছর ধরে আর্থিক সহায়তা, যেটা আগে হবে সেটাই দেবে রাজ্য। সেই সময় চালু যুক্তমূল্য করের (ভ্যাট) নিরিখে ওই আর্থিক সুবিধা হিসাব করত সংস্থাটি। ২০১৭-র ৩০ জুন পর্যন্ত সাহায্যের অঙ্ক দাঁড়ায় ৩১৭.১৩ কোটি টাকা। ওই বছরের ১ জুলাই জিএসটি চালুর পর থেকে তাদের আর কোনও টাকা দেয়নি রাজ্য বলে অভিযোগ। 'নতুন কর ব্যবস্থার সঙ্গে ওই সুবিধার শর্তের যোগ নেই'। 'চুক্তি অনুসারেই তা তাদের প্রাপ্য', দাবি ছিল টিসিজির অধীন এইচপিএলের প্রোমোটার সংস্থা এসেক্সের।