TMCP News: ২৮ অগাস্ট TMCP প্রতিষ্ঠা দিবসের দিনই হবে পরীক্ষা, CU-র সিন্ডিকেট বৈঠকে এল সিদ্ধান্ত
ABP Ananda LIVE : ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা। পরীক্ষা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকেও সিদ্ধান্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তেই সিন্ডিকেটের সিলমোহর। সংগঠনের পর সরকারের আপত্তি, পরীক্ষার সিদ্ধান্তেই সিলমোহর। 'ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য সরকারি চিঠি বেনজির'। 'বিরোধীরা ধর্মঘট ডাকলে সরকার তো বলে সব ঠিক আছে'। 'পরীক্ষা, পরীক্ষার মতোই হবে' জানিয়ে দিলেন অন্তর্বর্তী উপাচার্য। TMCP, সরকারের আপত্তি উড়িয়ে পরীক্ষায় অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়। 'TMCP-র প্রতিষ্ঠা দিবসে কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা?'প্রশ্ন তুলে তৃণমূল ছাত্র পরিষদের আপত্তি, একই সুরে উচ্চ শিক্ষা দফতরও। ২৮ অগাস্ট যেন যান চলাচল স্বাভাবিক থাকে, পাল্টা দাবি ভারপ্রাপ্ত উপাচার্যের। TMCP প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা? সিন্ডিকেটের বৈঠকে ৩জনের আপত্তি: সূত্র।
WB News Live Update: 'অসম সীমান্তবর্তী এলাকা, বাংলাভাষা নিয়ে আন্দোলনে জোর দিতে হবে', বার্তা অভিষেকের
'অসম সীমানাবর্তী এলাকা, বাংলাভাষা নিয়ে আন্দোলনে জোর দিতে হবে'। 'কোচবিহার লোকসভার ফল ধরে রাখতেই হবে'। 'ব্লক ভিত্তিক প্রচারে আরও বেশি করে জোর দিতে হবে'। জেলাওয়াড়ি বৈঠকে নেতাদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র । 'সবাইকে সবার সাথেই চলতে হবে, এক ইঞ্চি জমি কাউকে ছাড়া হবে না'। 'এলাকায় বেশি জোর দিতে হবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব রাখা চলবে না'। ক্যামাক স্ট্রিটে কোচবিহার নেতৃত্বকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র। 'পাড়া সমাধানে উপস্থিত থেকে বুঝবেন মানুষ কি চাইছে, দূর করতে হবে অসুবিধা'। ছাব্বিশের ভোটের আগে জেলাওয়াড়ি বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র।






















