Cyclone Dana: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'দানা', উপকূলে সতর্কতা জারি প্রশাসনের | ABP Ananda LIVE
ABP Ananda Live: 'ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে'। 'দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে'। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন: মুখ্যমন্ত্রী। রাজ্য ও জেলাস্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে: মুখ্যমন্ত্রী। উপকূলবর্তী এলাকায় ফেরি চলাচল বন্ধ থাকবে: মুখ্যমন্ত্রী।মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে: মুখ্যমন্ত্রী। 'কাল থেকে শনিবার ৯ জেলার সব স্কুল বন্ধ'। 'কাল থেকে শনিবার ৯ জেলার সব কলেজে ক্লাস বন্ধ'।
আরও খবর..
সন্দীপ ঘোষের আমলে কীভাবে আর জি কর মেডিক্যালে হয়েছিল পাহাড়প্রমাণ দুর্নীতি, সেই সংক্রান্ত একাধিক প্রামাণ্য নথি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। ১৩৭ পাতার ওই নথিতে রয়েছে টেন্ডার অনিয়ম থেকে বায়ো মেডিক্যাল বর্জ্যে দুর্নীতি-সহ একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। সব জেনেবুঝেও স্বাস্থ্যকর্তারা চোখ বুজে ছিলেন বলে, প্রামাণ্য নথি তুলে ধরে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা।
যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম, একদিনের জন্য কল্যাণ 'সাসপেন্ড'। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের পেশ করা প্রস্তাব নিয়ে ভোটাভুটি, তারপরেই একদিনের জন্য কল্যাণকে সাসপেন্ড করার সিদ্ধান্ত। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কল্যাণের তীব্র বচসা। উত্তেজিত হয়ে কাচের বোতল ভেঙে চেয়ারম্যানের দিকে ছোঁড়েন কল্যাণ। কাচের বোতল ভেঙে নিজেও আহত হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। ৩বার বলার পরেও সভার মাঝপথে ফের বলতে চান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফের বলতে ওঠেন কল্যাণ, বাধা দেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরেই অভিজিতের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বচসার মধ্যেই উত্তেজিত হয়ে কাচের বোতল ভেঙে ফেলেন তৃণমূল সাংসদ। নিজেরই ভাঙা কাচের বোতলে আহত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কী হয়েছে, তা বলা যায় না, প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের