Kasba News: কসবার রাজডাঙায় ট্রান্সফর্মারে আচমকা বিকট আওয়াজ, গলগল করে বেরোচ্ছে ধোঁয়া
ABP Ananda LIVE: কসবার রাজডাঙায় (Kasba Rajdanga) ট্রান্সফর্মারে (Transformer) আচমকা বিকট আওয়াজ। ট্রান্সফর্মার থেকে বেরোচ্ছে ধোঁয়া। আতঙ্কে এলাকার বাসিন্দারা। আচমকা বিস্ফোরণের পর আগুন ধরে যায় ট্রান্সফর্মারে, অভিযোগ বাসিন্দাদের। এন্টালির পর এবার মৌসুনী দ্বীপ(Mousuni Island)। ঘূর্ণিঝড় রেমালের জেরে আরও এক মৃত্যু। মৃতার নাম রেণুকা মণ্ডল (Renuka Mandal)। জানা গিয়েছে, তিনি মৌসুনি দ্বীপের বাসিন্দা। গতকাল রাতে প্রবল বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের দাপটে গাছ ভেঙে বাড়ি চাপা পড়ে মৃত্যু হল রেনুকা মণ্ডলের। মৃত্যুকালীন তাঁর বয়েস হয়েছিল ৮০ বছর। ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুনি দ্বীপে। রাত আটটা নাগাদ বাড়ির পাশের টিনের ছাউনি দেওয়া মাটির রান্নাঘরে বসেছিলেন বৃদ্ধা। আচমকা সেই সময় পাশের একটি গাছ ভেঙে রান্নাঘরের উপরে পড়লে চাপা পড়ে যায়। তড়িঘড়ি পরিবারের লোকজনেরা সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন। আরও খবর, চালু হল বিমান পরিষেবা (Flight Service)। গতকাল বেলা ১২টা থেকে বন্ধ ছিল বিমান পরিষেবা। চালু হওয়ার কথা ছিল আজ সকাল ৯টায়। কিন্তু নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণেই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮.৩০ থেকেই চালু হয়ে যায় বিমান ওঠা-নামার প্রক্রিয়া। তবে গতকাল প্রায় ৪০০ উড়ান বাতিল হয়। সেই কারণে আজ পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। পরিষেবা স্বাভাবিক হতে সারাদিন লেগে যেতে পারে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।