Dear Lottery: কলকাতায় ইডির ম্যারাথন তল্লাশি, টাকার পাহাড়ের হদিশ। ABP Ananda Live
ED Raid: ট্যাব কেলেঙ্কারির মধ্যেই শিরোনামে লটারি, দুর্নীতির তদন্তে হদিশ টাকার পাহাড়ের। কলকাতার সঙ্গে চেন্নাইতেও তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা ইডি। আনা হয়েছে দুটি টাকা গোনার মেশিন। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৩ কোটি টাকা, চলছে টাকা গোনার কাজ। কলকাতা সহ দেশজুড়ে ইডির তল্লাশি, ট্যাব কেলেঙ্কারির মধ্যেই লটারি দিয়ে কালো টাকা সাদা?
কাজের দিন অফিস টাইমে শিয়ালদা-বনগাঁ শাখার অশোকনগর স্টেশনে রেল অবরোধ। ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাঁট করায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। যাত্রীদের অভিযোগ, প্রায় দিনই বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসাত পর্যন্ত করে দেওয়া হচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। প্রতিবাদে এদিন সকাল ৮টা ১০ থেকে অশোকনগর স্টেশনে শুরু হয় রেল অবরোধ। আটকে পড়ে একের পর এক আপ ও ডাউন ট্রেন। লেভেল ক্রসিংয়ের গেট না খুলতে পারায় যশোর রোডেও যানজট তৈরি হয়। গাড়ির লাইন পড়ে যায়। বহু মানুষ ভোগান্তির শিকার হন। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।