BJP Worker Death: হেফাজতে পুলিশি অত্যাচারে ডেবরার BJP কর্মীর মৃত্যুর অভিযোগ, CBI চেয়ে হাইকোর্টে পরিবার | ABP Ananda LIVE
হেফাজতে থাকা অবস্থায় ডেবরার বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ। বিচার বিভাগীয় বা সিবিআই তদন্ত দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সিবিআই চেয়ে ও কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মৃতের পরিবার। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিন্হার, দুপুরেই শুনানি। ৪ জুন তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর বিজেপি কর্মী সঞ্জয় বেরাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১১ জুন কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হয় সঞ্জয়কে। এরপর ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়। পুলিশের অত্যাচারেই মৃত্যু বলে অভিযোগ তুলে পোস্ট শুভেন্দু অধিকারীর।
রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। 'ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসকদল বসেছিল বলে?' প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি, মন্তব্য বিচারপতির।