Delhi: 'বাংলায় প্রায়ই প্রশ্নের মুখে পড়ি, এখন দেখছি দেশের কোনও জায়গা মহিলাদের জন্য নিরাপদ নয়', দিল্লির ঘটনা প্রসঙ্গে লীনা গঙ্গোপাধ্যায় | Bangla News
দিল্লিতে (Delhi) ‘গণধর্ষণের পর মাথা মুড়িয়ে অত্যাচার’, দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সনের ট্যুইট করা ভিডিওয় তোলপাড়। চোলাই কারবারিদের বিরুদ্ধে গণধর্ষণের (Gang Rape) পর মাথা মুড়িয়ে অত্যাচার। মাথা মুড়িয়ে, গলায় জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরানোর অভিযোগ। দিল্লি পুলিশকে অবিলম্বে পদক্ষেপ করতে নোটিস মহিলা কমিশনের। ‘প্রেমে প্রত্যাখ্যানের পর স্থানীয় একজনের আত্মহত্যার প্রতিশোধ', গণধর্ষণের পর অত্যাচার নিয়ে এমনই অভিযোগ নির্যাতিতার পরিবারের। ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা, কী করে অপরাধীদের এত সাহস হল? পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলুন উপ রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’, স্বাতী মালিওয়ালের ট্যুইট করা ভিডিও রিট্যুইট করে দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর। এপ্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) বলেন, "দিল্লির বুকেই ফের এই ঘটনা। আমরা বাংলায় প্রায়ই প্রশ্নের মুখে পড়ি কিন্তু এখন দেখা যাচ্ছে, ভারতবর্ষের কোনও জায়গাই মহিলাদের জন্য নিরাপদ নয়। যাতে সঠিক তদন্ত হয়, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"