Dengue News : দমদমে ডেঙ্গি আক্রান্ত সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
ABP Ananda LIVE : বর্ষার আগেই রাজ্যে ডেঙ্গির বলি ছাত্রী ।দমদমে ডেঙ্গি আক্রান্ত সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যু ।মৃত ছাত্রী দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।জ্বরে আক্রান্ত হয় ১৯ তারিখ।আজ সকাল ৫.৪৫-এ মৃত্যু, উল্লেখ ডেথ সার্টিফিকেটে । দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড মনজেন্দ্র দত্ত রোডের বাসিন্দা বৈদ্যনাথ গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী প্রবল জ্বরে আক্রান্ত হয়ে গত ১৯ তারিখে কলকাতার তপসিয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আজ সকাল ৫:৪৫ মিনিটে মৃত্যু হয় ওই ছাত্রীর এলাকায় শোকের ছায়া। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েই মৃত্যু উল্লেখিত ডেথ সার্টিফিকেটে।
হাওড়া থেকে অপহৃত নৈহাটির বাসিন্দা, বোলপুরে দেহ উদ্ধার
হাওড়া থেকে অপহৃত নৈহাটির বাসিন্দা, বোলপুরে তাঁর দেহ উদ্ধার হয়। CC ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে ১ জনকে গ্রেফতার করেছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ধৃত অভিষেক সোনকর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি নিহতের পরিচিত। অভিযোগ, বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারেটের সামনে থেকে অনিমেষ মিত্রকে বাইকে তুলে অপহরণ করা হয়। বাইকে ২ জনের মাঝখানে বসেছিলেন অনিমেষ। তিনি ফোরশোর রোডের বিস্কুট কারখানার অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। শুক্রবার বোলপুরে তাঁর গামছা দিয়ে মুখ বাঁধা দেহ উদ্ধার হয়। কারখানার ১ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে ব্যাঙ্কে যাওয়ার সময় অপহরণ, টাকা লুঠের জন্যেই অপহরণ করে খুন বলে সন্দেহ নৈহাটির বিধায়কের।


















