Dengue News: চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, ২৪ জুলাই পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১০০
ABP Ananda LIVE: বর্ষা বাড়তেই মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি(dengue)। স্বাস্থ্য় দফতরের তথ্য় অনুযায়ী, ২৪ জুলাই (July)পর্যন্ত রাজ্য়ে(west bengal) মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১০০। তার মধ্য়ে ২৪ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। এই আবহে এবার সমস্ত পুরসভার চেয়ারপার্সন এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)।
তাজপুরের সমুদ্রের পাশে দোকান। তা উচ্ছেদ নিয়েই শুরু বিতর্ক। জোয়ারের জল দোকানগুলির কাছাকাছি চলে আসায় হকাররা কিছুটা পিছিয়ে দেন দোকান। দোকানদারদের দাবি, বর্ষায় জল বেড়ে যাওয়ায় তাঁরা দোকান কিছুটা পিছিয়ে নিয়ে যেতে চাইছেন। পরে আবার দোকান আগের জায়গাতেই ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এই কাজেই বাধা দিচ্ছে বনদফতর। অন্যদিকে বনবিভাগের দাবি, দোকান পিছিয়ে নিলে বনদফতরের জমি জবরদখল করা হচ্ছে। এইসব মিলিয়েই উত্তপ্ত হয়ে উঠেছিল তাজপুর এলাকা। আর সেই তরজা আরও উস্কে দিয়েছে কারামন্ত্রী অখিল গিরির মন্তব্য। মহিলা ফরেস্ট রেঞ্জারকে কদর্য ভাষায় হুমকি দেন অখিল গিরি। লাঠিপেটা করার শাসানি সহ- আরও অনেক কুরুচিকর করা বলেছেন কারামন্ত্রী। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল দল এবং পশ্চিমবঙ্গের সরকার। মহিলা ফরেস্ট রেঞ্জার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। বনদফতরের আধিকারিককে স্বসম্মানে কাজ চালিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছেন তাঁরা।