BJP News: পোস্টারে তৃণমূলের দালাল বলে আক্রমণ করা হয়েছে বিজেপি জেলা সভাপতিকে
ABP Ananda Live: ঢাকুরিয়ায় পোস্টার, বেহালায় কালিকাণ্ডের পর এবার সল্টলেকে বিজেপির অফিসেও পড়ল পোস্টার। বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার পুনর্নির্বাচিত সভাপতি অনুপম ভট্টাচার্যর বিরুদ্ধে ফের পোস্টার পড়ল। পোস্টারে তৃণমূলের দালাল বলে আক্রমণ করা হয়েছে বিজেপি জেলা সভাপতিকে। অনুপম ভট্টাচার্যর ছবি দিয়ে পোস্টারে লেখা, অনুপম অনুগামী কোম্পানি হঠাও, দক্ষিণ কলকাতা বিজেপি বাঁচাও।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,'শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন।' বুধবার, OBC সার্টিফিকেটের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ, তুষ্টিকরণ, সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুসলিম জনগোষ্ঠীকে বিপথে চালিত করেছেন, তাঁদের ভুল বুঝিয়েছেন, তাঁরা জেনারেল ক্য়াটিগরিতে তাঁদের যে শিক্ষিত যুবক-যুবতীরা আছে, মেধা নিয়ে লড়াই করতে পারত, যাদের মেধা আছে, শিক্ষা আছে, তাদেরকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভোট ব্য়াঙ্কের রাজনীতির স্বার্থে ললিপপ ধরিয়েছিলেন। একটা বিশেষ সম্প্রদায়কে ভুল বুঝিয়ে, তাদের শিক্ষা, স্বাস্থ্য়, কর্মসংস্থান না দিয়ে, শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ।



















